Skip to main content

Posts

Showing posts from May, 2024
পাওয়ার অফ প্রোডাক্ট ফটোগ্রাফি? আমরা যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকি তাদের কতজন প্রোডাক্ট ফটোগ্রাফিতে গুরুত্ব দেন? কেননা অনেক পেইজে দেখি তারা প্রোডাক্টের ফটোগ্রাফিতে কোনো প্রকার গুরুত্ব দেয় না। এক্ষেত্রে কেউ কেউ রয়েছে যাদের লক্ষ্য থাকে অর্ডার আসার পর সেই পণ্য কিনে তারপর ডেলিভারি দিবে। হ্যাঁ মানলাম আপনি এটা করবেন। কিন্তু মানুষকে তো আগে দেখাতে হবে যে আপনি কি বেচবেন। সেইজন্য তো নূণ্যতম একটা ছবি তো তোলা জরুরি, তাইনা? এখন আপনি বলতে পারেন এক্ষেত্রে আমি কি করবো? এক্ষেত্রে আপনার উপায় একটাই গুগল থেকে সেই প্রোডাক্টের ছবি নিবেন আর সেটাকে একটা ফ্রেমে নিয়ে এডিট করবেন। আপনি যদি কারো কাছ থেকে প্রোডাক্ট সোর্স করেন তবে তাদেরকে একটু বুঝান যে আপনি প্রোডাক্টের ছবি কেন তুলতে চান এবং এতে দুই পক্ষের কি লাভ। আর আপনি যদি কোনো এজেন্সি চালান আর আপনার ক্লায়েন্টের ও প্রোডাক্টের ছবি না থাকে তবে তাকেও বিষয়টা বোঝান। তাকে বোঝান যে, সে অ্যাড যেরকম গুরুত্ব দিচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফিও যেন সেইরকম গুরুত্ব দেয়। যাই করেন না কেন প্রোডাক্ট ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। ভালো প্রোডাক্ট ফটোগ্রাফি করতেন না পারলে ...
ফেসবুক মার্কেটিং এ টু জেড! এফ-কমার্স এর গভীরে ঢুকতে শুরু করেছি আমরা ইতিমধ্যেই অনেক বিষয়াদি জেনেছি আমরা। এবার এফ-কমার্স করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটি সম্বন্ধে জানাবো। সেই জিনিসটি হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ এফ-কমার্স করবেন আর ফেসবুক মার্কেটিং জানবেন না তা হতে পারে না। ফেসবুক মার্কেটিং কি? আমরা ব্যবসায়ের প্রচার বা মার্কেটিং এর কাজ যখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে করে থাকি তখন সেটিই হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? ফেসবুক মার্কেটিং বাংলাদেশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশের মানুষ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ফেসবুক বেশি ব্যবহার করে। একটা ছোট্ট পরিসংখ্যান দেখে নেয়া যাক বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭৯ লাখ, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ২২ লাখ ৭০ হাজার, লিঙ্কডিন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ ৩৩ হাজার। অর্থাৎ, ব্যবসায়ের জন্য পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক কিংবা কাঙ্খিত ট্রাফিক ফেসবুক থেকেই পেতে পারেন। কেননা এই ফেসবুক থেকেই অনেকেই লাখ লাখ টাকার ব্যবসা করছে। তাই ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। ফ...
এফ-কমার্স এবং ই-কমার্স এর জন্য ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ? এক কথায় উত্তর দিলে ফেসবুক এর মত কম খরচে এ্যাড খুব কম জায়গায় ই দিতে পারবেন, প্রথম আলোর প্রথম পাতায় আমার জানামতে একটা বিজ্ঞাপন দিতে লাগে ১০ লাখ টাকা, এবার বাকিটা আপনি ভেবে দেখুন, আর বর্ণনামূলক উত্তর নিচে দিলাম- বর্তমানে মার্কেটিং আর গতানুগতিক ধারায় নেই। অনলাইন বিজনেস সম্প্রসারণের পর থেকে অনলাইন কেন্দ্রিক মার্কেটিং জনপ্রিয় হয়ে উঠেছে। তেমনি ফেসবুক মার্কেটিং খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু ফেসবুকে থাকে আর তাই ফেসবুক মার্কেটিং খুবই অপরিহার্য একটি বিষয়ে পরিণত হয়ে গিয়েছে। আর এফ-কমার্স হোক কিংবা ই-কমার্স ফেসবুক মার্কেটিং সমানভাবে গুরুত্বপূর্ণ। এফ-কমার্স বিজনেসের ক্ষেত্রে তো কথাই নেই। এফ-কমার্স বিজনেস যেহেতু আপনি করছেন ফেসবুকের মাধ্যমে তাই আপনাকে ফেসবুকে মার্কেটিং করতেই হবে। হ্যাঁ আপনি চাইলে অন্যান্য মাধ্যমে মার্কেটিং করতেই পারেন তবে মূল কথা হচ্ছে আপনার মেজর সাইট যেহেতু ফেসবুক তাই আপনাকে অবশ্যই ফেসবুকে মার্কেটিং করতেই হবে। তবে ই-কমার্স করলেও যে আপনাকে ফেসবুক মার্কেটিং করতে হবে না তা কিন্তু নয়। কারণ হ...
  প্রোডাক্ট অফার ডেভেলপমেন্ট (গডফাদার অফার)! একঘেয়েমি প্রচারণা কেউ পছন্দ করে না, হ্যাঁ কিছু ব্যতিক্রম আছেই তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এটার একটা কিলার অফার বের করতে, এই যেমন কয়েকদিন আগে আমার এক ফুড সাপ্লিমেন্ট ক্লায়েন্ট এর সেল কমে গিয়েছিলো, তখন আমাকে ওই নিশ এর এবং উনার প্রোডাক্ট এর এর USP (Unique Selling Proposition) এর উপর কাজ করতে হয়েছিলো, সাধারণত যা হয় আরকি, উনার ওই নিশে স্যাচুরেটেড অবস্থা হয়ে গেছে, যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে থাকেন তারা জানেন, মাঝখানে আমি কেইস স্টাডি শেয়ার করেছিলাম, যাই হোক পরে যখন উনার একটা কিলার অফার রেডি করলাম, সেইসাথে সামঞ্জস্য। রেখে কল টু এ্যাকশন, এবং প্রগার এ্যান্ড ক্রিয়েটিভ (এ্যাড এর ছবি/ইমেজ/ভিডিও) রেডি করে এ্যাড রান করলাম, আবার ভালো সেল আশা শুরু হলো, তো বলতে পারেন এটাই তার প্রোডাক্ট এর গডফাদার অফার। আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটার নাম গডফাদার অফার কিভাবে হয়? আপনারা যারা "The Godfather" written by Mario Puzo সম্পর্কে জানেন এখানে Protagonist এর একটা জনপ্রিয় ডায়ালগ ছিলো "Im Gonna Make Him An...
এফ-কমার্স টু ই-কমার্স জার্নি । যেহেতু এফ-কমার্স বিজনেস করতে ইনভেস্টমেন্ট কম লাগে তাই সবাই এটা দিয়েই ব্যবসা শুরু করে। এর চেয়েও বড় কথা বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা হলে ফেসবুকে ট্রাফিক বেশি থাকে তাই ফেসবুক কেন্দ্রিক ব্যবসা এইজন্য করে থাকে। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদি ব্যবসা করতে চান তবে আপনাকে এফ-কমার্সকে ই-কমার্সে নিয়ে যেতেই হবে। কেননা আপনার প্রোডাক্ট রিলেটেড ব্যবসা করেন বা সার্ভিস রিলেটেড আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট রাখতেই হবে বাধ্যতামূলকভাবে। কেন ওয়েবসাইট এত জরুরি? আসলে ওয়েবসাইটের গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ প্রতিটা ব্র্যান্ডের একটি ওয়েবসাইট থাকে। আর এর চেয়েও বড় কথা হচ্ছে ওয়েবসাইট থাকলে আপনি অনেক এডভান্স কাজ করতে পারবেন যা আপনি ওয়েবসাইট ছাড়া করতে পারবেন না। একটা ওয়েবসাইট থাকলে আপনি সহজেই এডভান্স টার্গেট করতে পারবেন। কিভাবে? পিক্সেল এবং ইভেন্ট সেটাপ করে। পিক্সেল এবং ইভেন্ট সেটাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কারা আপনার ওয়েবসাইটে আসছে এবং কারা কি এক্টিভিটি করছে। এতে করে কারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট তা নির্ধারণ করতে পারবেন। কেননা কে কি কেমন এক্টিভিটিস করছে তা জানলে সহজেই তাদের টার্গেট ...
এফ-কমার্স বিজনেস ফেইল হবার ১০টি কারণ। আমাদের দেশের অধিকাংশ অনলাইন ব্যবসায়ী এফ-কমার্স ভিত্তিক। কিন্তু আমাদের অধিকাংশই এফ-কমার্স বিজনেস ফেইল করে থাকে। ফেইল করার পর আমরা বিভিন্ন অজুহাত দেই। কিন্তু আফসোস একটু ফাইন্ড আউট করে না কাজ কারণে আমার বিজনেস ফেইল করলো। এই অধ্যায়ে আমরা জানবো এফ-কমার্স বিজনেস। ফেইল হবার কারণ কি: ১. পেইজে রেগুলার পোস্ট না করা: এফ-কমার্স বিজনেসে একটি বিজনেস পেইজ হচ্ছে একটি দোকানের মতো। যেখানে সবাই আসবে কথা বলবে এবং কিনবে। কিন্তু অনেকসময় পেইজে রেগুলার পোস্ট করা হয় না। এতে করে পেইজের রিচ ডাউন হয়। নতুন অডিয়েন্স আসলেও তাদের থেকে বিশ্বাস অর্জন করা সহজ হয় না। তাই রেগুলার পোস্ট না করা এফ-কমার্স বিজনেস ফেইলের অন্যতম কারণ। ২. পেইজকে অপটিমাইজ না করা: বিজনেস পেইজ খোলার পর সর্বপ্রথম যে কাজ করা হয় তা হচ্ছে এটিকে অপটিমাইজ না করা। অনেকেই মনে করেন এটি কি আর বিষয়। কিন্তু বিজনেস পেইজ অপটিমাইজেশন আপনার প্রফেশনালিজমের একটি অংশ। এমনকি এটার মাধ্যমে আপনি অনেক অর্গানিক রিচ পেতে পারেন। ৩. অরিজিনাল পোস্ট করুন: পেইজে পোস্ট আমাদের অবশ্যই রেগুলার কাজে অংশ হওয়া উচিত। কিন্তু আফসোস অনেকে পেইজে লিখে পো...
এফ-কমার্স ব্যবসা শুরু করার জন্য কেমন বাজেট উপযুক্ত? অনেকেই এফ-কমার্স বিজনেস করার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু যে বিষয়টিতে আটকে যায় তা হলো বাজেট। সবার চিন্তা থাকে একজায়গায় তা হচ্ছে এফ-কমার্স এর জন্য কেমন বাজেট দরকার। আগের অধ্যায়ে তো নিশ্চয়ই পড়েছেন যে এফ-কমার্স ব্যবসা শুরু করতে কি কি দরকার। চলুন আরো একবার জেনে নেয়া যাক: এফ-কমার্স এর জন্য যা যা লাগে তা হলো: ১. পার্সোনাল ফেসবুক আইডি ২. ফেসবুক পেইজ ৩. ফেসবুক গ্রুপ ৪. ফেসবুকের অ্যাড ম্যানেজার ৫. অ্যাড বাজেট উপরিউক্ত জিনিসগুলো একদমই ফ্রি শুধু অ্যাড বাজেট বাদে। কেননা টাকা ছাড়া তো আর আপনি অ্যাড রান করতে পারবেন না তাই না? কিন্তু এফ-কমার্স এ মার্কেটিং আপনি দুইভাবে করতে পারবেন। তা হলো: ১. অর্গানিক মার্কেটিং ২. পেইড মার্কেটিং অর্গানিক মার্কেটিং বলতে বোঝায় ফ্রি ওয়েতে মার্কেটিং। এতে শুধুমাত্র ফেসবুক পেইজ, গ্রুপ এবং টাইমলাইনের মাধ্যমে মার্কেটিং করা হয়। এতে করে যত মানুষের কাছে রিচ করাতে পারবেন তত আপনার লাভ। কিন্তু এক্ষেত্রে সবসময় যে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌছাবে তা কিন্তু নয়। এটি একটি সমস্যা অর্গানিক মার্কেটিং এর। তবে অর্গানিক মার্কেটিং যে মানুষ করছে ...
এফ-কমার্স বিজনেস কি এবং এটি শুরু করতে কি কি লাগে? আপনারা ইতিমধ্যে যদি অনলাইন বিজনেস করতে সিদ্ধান্ত নিয়েছেন তো এফ-কমার্স নিয়েই বেশিরভাগ আগাবেন। কেননা বাংলাদেশের বেশিরভাগই তাদের বিজনেসকে এফ-কমার্স দিয়ে শুরু করে থাকেন। তো এফ-কমার্স নিয়ে কি আপনি বিস্তারিত জানেন? না জানলেও সমস্যা নেই এখানে আমরা আলোচনা করবো। এফ-কমার্স কি? এফ-কমার্স এর পূর্ণরূপ হচ্ছে ফেসবুক কমার্স। অর্থাৎ, আমরা যখন আমাদের কোনোপণ্য ফেসবুকের মাধ্যমে ক্রয়-বিক্রয় এর চেষ্টা করে থাকি তখন এটি এফ- কমার্স এর অন্তর্ভুক্ত হয়। এফ-কমার্স কেন গুরুত্বপূর্ণ? এফ-কমার্স নিয়ে তো অনেক আলোচনা হয়। কখনো কি ভেবে দেখেছেন এফ-কমার্স কেন এত গুরুত্বপূর্ণ? আসলে আমরা ফেসবুকে কেন আমাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেই? কারণ হচ্ছে ফেসবুকে অনেক ট্রাফিক থাকে আর এই ট্রাফিক অনেক সময় তারা ফেসবুকে অতিবাহিত করে থাকে। তাই এফ-কমার্স বিজনেস অন্য বিজনেস থেকে বেশি এফেক্টিভ। তাছাড়া আমাদের দেশের বেশিরভাগ মানুষ পণ্য বা সেবা অর্ডার করতে ওয়েবসাইটের থেকে ফেসবুকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আপনার যত ওয়েবসাইট থাকুক না কেন দেখবেন প্রোডাক্ট অর্ডার দেবার সময় ঠিকই আসবে...
How can I integrate META Ads with my website or app? Seamlessly integrating Meta ads with your website or app is essential for tracking conversions, optimizing campaigns, and enhancing user engagement. Here's how to get started: 1️⃣ Set Up Meta Pixel: Install Meta Pixel on your website to track user interactions and conversions. Add the provided Pixel code to your website's header section to start collecting data. 2️⃣ Use Meta SDK: For mobile apps, integrate the Meta SDK to enable app event tracking and deeper analytics. This helps you measure in-app activities and optimize ad performance. 3️⃣ Create Custom Events: Define specific actions you want to track, such as purchases, sign-ups, or content views. Set up these custom events in Meta Events Manager to gain detailed insights into user behavior. 4️⃣ Sync with Catalogs: If you're running an e-commerce store, sync your product catalogs with Meta. This integration allows you to run dynamic ads that showcase your products to ...
What is the cost structure of META Ads? Meta ads (formerly Facebook ads) offer a flexible cost structure that allows you to control your budget and maximize ROI. Here's a quick overview: 1️⃣ Bidding Options: Choose from various bidding strategies like cost-per-click (CPC), cost-per-impression (CPM), or cost-per-action (CPA). Each option allows you to tailor your ad spend based on your campaign goals. 2️⃣ Daily and Lifetime Budgets: Set daily budgets to control how much you spend each day, or use lifetime budgets to spread your ad spend over the entire campaign duration. 3️⃣ Auction-Based Pricing: Meta ads operate on an auction system where your ad competes with others for placement. Your bid amount, ad quality, and relevance score affect your ad's cost and visibility. 4️⃣ Ad Spend Controls: Use spend limits and bid caps to manage your budget effectively and avoid overspending. Monitor performance regularly to adjust your spending strategy as needed. 5️⃣ Cost Variability: Costs ...
What are the best benefits of meta ads?🚀 Meta ads (formerly Facebook ads) offer numerous advantages for businesses looking to boost their online presence and drive results. Here are the best benefits: 1️⃣ Precise Targeting: Reach your ideal audience with detailed targeting options based on demographics, interests, behaviors, and more. This ensures your ads are seen by the people most likely to engage and convert. 2️⃣ Scalability: Whether you're a small business or a large enterprise, Meta ads can scale with your needs. Adjust your budget and campaign settings to grow your reach as your business expands. 3️⃣ Diverse Ad Formats: Choose from a variety of ad formats, including video, carousel, and stories, to create engaging content that resonates with your audience. 4️⃣ Robust Analytics: Gain insights into your ad performance with comprehensive analytics tools. Track key metrics like click-through rates, conversion rates, and ROI to optimize your campaigns. 5️⃣ Cost-Effective: Meta a...
How do I set up and use Meta Pixel for tracking conversions and user behavior? 📊💡 Meta Pixel is a powerful tool for tracking conversions and understanding user behavior on your website. Here's how to get started: 1️⃣ Install Meta Pixel: Set up Meta Pixel on your website by adding the code snippet provided by Meta to the header section of your site. This allows Meta to track user interactions and conversions. 2️⃣ Define Conversion Events: Identify the key actions you want to track as conversions, such as purchases, sign-ups, or form submissions. Set up custom conversion events in Meta Events Manager to track these actions effectively. 3️⃣ Create Custom Audiences: Leverage Meta Pixel data to create custom audiences based on user behavior, such as website visitors, specific page views, or actions taken on your site. Use these audiences for targeted advertising campaigns. 4️⃣ Optimize Campaigns: Use insights from Meta Pixel data to optimize your ad campaigns for better performance. A...
How can I improve conversion rates with Meta ads? Improving conversion rates with Meta ads is essential for maximizing your ROI. Here's how to achieve better results: 1️⃣ Targeted Audience: Refine your audience targeting to reach the right people who are more likely to convert. Use custom audiences, lookalike audiences, and detailed demographics. 2️⃣ Compelling Ad Creatives: Create visually appealing and persuasive ad creatives that grab attention and clearly communicate the value proposition. Test different designs, messaging, and CTAs to optimize performance. 3️⃣ Clear Call-to-Action (CTA): Use a prominent and compelling CTA that encourages users to take the desired action, whether it's making a purchase, signing up, or contacting your business. 4️⃣ Landing Page Optimization: Ensure your landing pages are optimized for conversions. Keep them relevant to the ad content, user-friendly, and mobile-responsive. Test different layouts and elements to improve performance. 5️⃣ A/B Te...