Skip to main content

এফ-কমার্স বিজনেস ফেইল হবার ১০টি কারণ।


আমাদের দেশের অধিকাংশ অনলাইন ব্যবসায়ী এফ-কমার্স ভিত্তিক। কিন্তু আমাদের অধিকাংশই এফ-কমার্স বিজনেস ফেইল করে থাকে। ফেইল করার পর আমরা বিভিন্ন অজুহাত দেই। কিন্তু আফসোস একটু ফাইন্ড আউট করে না কাজ কারণে আমার বিজনেস ফেইল করলো। এই অধ্যায়ে আমরা জানবো এফ-কমার্স বিজনেস।


ফেইল হবার কারণ কি:


১. পেইজে রেগুলার পোস্ট না করা:

এফ-কমার্স বিজনেসে একটি বিজনেস পেইজ হচ্ছে একটি দোকানের মতো। যেখানে সবাই আসবে কথা বলবে এবং কিনবে। কিন্তু অনেকসময় পেইজে রেগুলার পোস্ট করা হয় না। এতে করে পেইজের রিচ ডাউন হয়। নতুন অডিয়েন্স আসলেও তাদের থেকে বিশ্বাস অর্জন করা সহজ হয় না। তাই রেগুলার পোস্ট না করা এফ-কমার্স বিজনেস ফেইলের অন্যতম কারণ।


২. পেইজকে অপটিমাইজ না করা:

বিজনেস পেইজ খোলার পর সর্বপ্রথম যে কাজ করা হয় তা হচ্ছে এটিকে অপটিমাইজ না করা। অনেকেই মনে করেন এটি কি আর বিষয়। কিন্তু বিজনেস পেইজ অপটিমাইজেশন আপনার প্রফেশনালিজমের একটি অংশ। এমনকি এটার মাধ্যমে আপনি অনেক অর্গানিক রিচ পেতে পারেন।


৩. অরিজিনাল পোস্ট করুন:

পেইজে পোস্ট আমাদের অবশ্যই রেগুলার কাজে অংশ হওয়া উচিত। কিন্তু আফসোস অনেকে পেইজে লিখে পোস্ট করতেই চায় না। আরেক পেইজ থেকে কপি করে এনে পোস্ট দেয়। দেখুন মানুষ এখন অনেক স্মার্ট। মানুষ ঠিকই বুঝবে আপনি অন্য কোথাও থেকে কপি করে আনছেন। কেননা প্রতিটি ব্র্যান্ডের নিজস্বতা বলে কিছু আছে আপনি যখন সেই নিজস্বতা থেকে বেরিয়ে আসবেন তখন মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে এটাই স্বাভাবিক।


৪. দীর্ঘমেয়াদী লক্ষ্য না থাকা:

এফ-কমার্স বিজনেস ফেইল হবার অন্যতম বড় কারণ হচ্ছে এর কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য না থাকা। আসলে অধিকাংশ মানুষ পার্টটাইম বিজনেস ফোকাস করে এফ- কমার্স বিজনেস ওপেন করে। যার ফলে কিছুদিন লস করার পর তার আর ব্যবসা করতে মন চায় না। এই কারণের জন্য বেশির ভাগ এফ-কমার্স বিজনেস ফেইল করে থাকে।


৫. পেইজের মেসেজ ও কমেন্ট ইগনোর করা হয়:

আপনার দোকানে কাস্টমার এসেছে আপনি কি করেন? অবশ্যই তাকে ওয়েলকাম করেন এবং তার কি লাগবে সেটা জানতে চান তাই না? তাহলে অনলাইনে ব্যতিক্রম কেন? অনলাইনে অনেকেই রয়েছেন যাদের পেইজে কেউ মেসেজ ও কমেন্ট করলে সেটা রিপ্লাই দিতে দেরি করে। আর এতে করে কাস্টমার আপনি সহজেই হারাতে পারেন আর বিজনেস ফেইল হতে আর কি লাগে? একটা পরিসংখ্যান বলে আপনি যদি ৩০ মিনিট দেরি করে পেইজে কারো রিপ্লাই দিতে দেরি করেন তবে সেই অডিয়েন্স হারানোর সম্ভাবনা বেশি।


৬. বিজনেস প্ল্যান না থাকা:

বিজনেস করবেন অবশ্যই সেটা বিজনেসের মতো করেই করা উচিত। আর তাই সবকিছু অর্গানাইজ ওয়েতে করা উচিত। একটি প্রোপার বিজনেস প্ল্যান থাকা উচিত। একটা উপযুক্ত বিজনেস প্ল্যান আপনার বিজনেসকে কয়েকগুণ বুষ্ট আপ করতে পারে। আর এটি আমাদের ম্যাক্সিমাম এফ-কমার্স বিজনেসের থাকে না।


৭. রেগুলার পোস্টের পাশাপাশি বিনোদনমূলক পোস্ট দিন:

শুধু সেল পোষ্ট একটা একঘেয়েমি নিয়ে আসে, কেননা ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া, আর এখানে মানুষ আসে, সোশ্যালভাবে এংগেজড, বন্ধুর পোস্টে রিএ্যাক্ট বা বিনোদন নিতে। আমরা সাধারণত বলে থাকি আমাদের পেইজের পোষ্টগুলো ৮০-২০ রুল ফলো করে করা উচিত, এখানে ইনফোর পাশাপাশা এন্টারটেইনমেন্ট বা ট্রেন্ডি কন্টেন্ট কেননা মানুষ স্বভাবতই বিনোদন পছন্দ করে।


৮. পণ্য মানসম্মত না হওয়া:

পণ্য মানসম্মত হওয়া যেকোনো বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ। এফ-কমার্স বিজনেস তার ব্যতিক্রম নয়। কিন্তু অনেকসময় অতিলোভে হোক কিংবা না বুঝে আমরা আমাদের কাস্টমারদের খারাপ পণ্য দিয়ে থাকি। যার ফলে কাস্টমার কিছুদিন পর আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। আর দিনশেষে আপনারা বিজনেস ফেইল করে।


৯. টার্গেটেড অডিয়েন্স না জানা:

আপনি কাদেরকে টার্গেট করে বিজনেস করছেন এবং অডিয়েন্সরা কি চায় সেটা বুঝা অনেক বেশি জরুরী। কেননা আপনি ব্যবসা করছেন আপনার কাস্টমারকে কেন্দ্র করে। তাই আপনার টার্গেটেড অডিয়েন্স নিয়ে রিসার্চ না করলে বিজনেস ফেইল

করবে এটাই স্বাভাবিক। তাই ব্যবসা করার আগে প্রচুর রিসার্চ করুন এবং টার্গেটেড

অডিয়েন্সকে জানুন


১০. ওয়েবসাইট না থাকা এবং অ্যাড পাওয়ার ঠিকভাবে ব্যবহার করতে না পারা:

বেশিরভাগ এফ-কমার্স বিজনেসের কোনো ওয়েবসাইট থাকে না। এক্ষেত্রে তারা একটা যুক্তি দাঁড় করায় তা হলো আমাদের ব্যবসা তো ফেসবুক কেন্দ্রিক, আমার তো ওয়েবসাইট বাধ্যতামূলক না। হ্যাঁ অবশ্যই আপনার জন্য ওয়েবসাইট বাধ্যতামূলক না। তবে একটা ওয়েবসাইট থাকা আপনার প্রফেশনালিজমের একটা অংশ। আর আপনি কি চান না যে অডিয়েন্স আপনার প্রতি কিছুটা আগ্রহী তাকে আবারো কোনো অফার দিতে? তাকে আবারো রিটার্গেট করতে? সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইট দরকার। ওয়েবসাইটে পিক্সেল বসিয়ে আপনি সহজেই রিটার্গেট করতে পারবেন। কিন্তু বেশিরভাগ এফ-কমার্স ব্যবসায়ী এতদূর চিন্তা করে না। যার ফলে তাদের এফ-কমার্স বিজনেস বেশিদিন টিকে না। আর যারা চিন্তা করে তাদের ব্যবসা অনেক দূরে এগিয়ে যায়।


👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!

👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!

অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇

01644994020 (What's App Business Account)

ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads

#Fcommerce #ফেসবুক শপ #সামাজিক বাণিজ্য #ডিজিটাল মার্কেটিং #ইকমার্স #অনলাইনে কেনাকাটা #লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন #সামাজিক মিডিয়া মার্কেটিং #ব্যবসা বৃদ্ধি

Comments

Popular posts from this blog

What is content marketing and why is it important? 🌟 Unlocking Content Marketing: The Key to Digital Success 🚀 Content marketing isn't just about creating buzz—it's about building relationships and adding value. Here's why it's crucial: 1️⃣ Engagement Magnet: Content draws in your audience, fostering trust and loyalty. 2️⃣ Authority Builder: Establish expertise in your niche by consistently delivering valuable insights. 3️⃣ SEO Booster: Quality content improves search engine visibility, driving organic traffic to your platform. 💡 Tip: Understand your audience's pain points and tailor your content to provide solutions. Consistency and authenticity are key! Let's elevate your content strategy together! Drop a comment or DM to discuss more. 📝💬 Contact Us On: Mail: info@digitalmarketingexpert360.com WhatsApp: +880 164 499 4020 Visit: Fiverr: https://www.fiverr.com/s/Lbrog4 Fiverr: https://www.fiverr.com/s/Y1ygLN Facebook: https://www.facebook.com/MarketIngredi...
 What is the average ctr on Facebook ads? 📊 Demystifying Facebook Ad CTR: Key Metrics for Success 🎯 The average Click-Through Rate (CTR) on Facebook ads varies widely depending on factors like industry, audience, and ad quality. However, a healthy CTR typically ranges between 1% to 2%. 💡 Here are some unique points to Improve CTR: 1️⃣ Craft Compelling Copy: Grab attention with persuasive headlines and concise messaging. 2️⃣ Stunning Visuals: Use high-quality images or videos that stand out in the news feed. 3️⃣ Audience Targeting: Refine your targeting to reach the most relevant audience for your offer. 4️⃣ Test and Iterate: Experiment with different ad formats, audiences, and creatives to optimize performance. 🚀Ready to boost your Facebook ad CTR? Let's connect and elevate your digital advertising game! 💬 Contact Us On: Mail: info@digitalmarketingexpert360.com WhatsApp: +880 164 499 4020 Visit: Facebook: https://www.facebook.com/MarketIngredients Website: https://www.digitalm...
How do I set up and use Meta Pixel for tracking conversions and user behavior? 📊💡 Meta Pixel is a powerful tool for tracking conversions and understanding user behavior on your website. Here's how to get started: 1️⃣ Install Meta Pixel: Set up Meta Pixel on your website by adding the code snippet provided by Meta to the header section of your site. This allows Meta to track user interactions and conversions. 2️⃣ Define Conversion Events: Identify the key actions you want to track as conversions, such as purchases, sign-ups, or form submissions. Set up custom conversion events in Meta Events Manager to track these actions effectively. 3️⃣ Create Custom Audiences: Leverage Meta Pixel data to create custom audiences based on user behavior, such as website visitors, specific page views, or actions taken on your site. Use these audiences for targeted advertising campaigns. 4️⃣ Optimize Campaigns: Use insights from Meta Pixel data to optimize your ad campaigns for better performance. A...