পাওয়ার অফ প্রোডাক্ট ফটোগ্রাফি?
আমরা যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে থাকি তাদের কতজন প্রোডাক্ট ফটোগ্রাফিতে গুরুত্ব দেন? কেননা অনেক পেইজে দেখি তারা প্রোডাক্টের ফটোগ্রাফিতে কোনো প্রকার গুরুত্ব দেয় না।
এক্ষেত্রে কেউ কেউ রয়েছে যাদের লক্ষ্য থাকে অর্ডার আসার পর সেই পণ্য কিনে তারপর ডেলিভারি দিবে। হ্যাঁ মানলাম আপনি এটা করবেন। কিন্তু মানুষকে তো আগে দেখাতে হবে যে আপনি কি বেচবেন। সেইজন্য তো নূণ্যতম একটা ছবি তো তোলা জরুরি, তাইনা? এখন আপনি বলতে পারেন এক্ষেত্রে আমি কি করবো? এক্ষেত্রে আপনার উপায় একটাই গুগল থেকে সেই প্রোডাক্টের ছবি নিবেন আর সেটাকে একটা ফ্রেমে নিয়ে এডিট করবেন।
আপনি যদি কারো কাছ থেকে প্রোডাক্ট সোর্স করেন তবে তাদেরকে একটু বুঝান যে আপনি প্রোডাক্টের ছবি কেন তুলতে চান এবং এতে দুই পক্ষের কি লাভ।
আর আপনি যদি কোনো এজেন্সি চালান আর আপনার ক্লায়েন্টের ও প্রোডাক্টের ছবি না থাকে তবে তাকেও বিষয়টা বোঝান। তাকে বোঝান যে, সে অ্যাড যেরকম গুরুত্ব দিচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফিও যেন সেইরকম গুরুত্ব দেয়।
যাই করেন না কেন প্রোডাক্ট ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। ভালো প্রোডাক্ট ফটোগ্রাফি করতেন না পারলে শত ডলার অ্যাড রান করলেও লাভ হবে না
👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!
👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!
অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇
01644994020 (What's App Business Account)
ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads
#Fcommerce #ফেসবুকশপ #সামাজিকবাণিজ্য #ডিজিটালমার্কেটিং #ইকমার্স #অনলাইনেকেনাকাটা #লক্ষ্যযুক্তবিজ্ঞাপন #সামাজিকমিডিয়ামার্কেটিং #ব্যবসাবৃদ্ধি
Comments
Post a Comment