Skip to main content

এফ-কমার্স ব্যবসা শুরু করার জন্য কেমন বাজেট উপযুক্ত?


অনেকেই এফ-কমার্স বিজনেস করার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু যে বিষয়টিতে আটকে যায় তা হলো বাজেট। সবার চিন্তা থাকে একজায়গায় তা হচ্ছে এফ-কমার্স এর জন্য কেমন বাজেট দরকার। আগের অধ্যায়ে তো নিশ্চয়ই পড়েছেন যে এফ-কমার্স ব্যবসা শুরু করতে কি কি দরকার। চলুন আরো একবার জেনে নেয়া যাক:

এফ-কমার্স এর জন্য যা যা লাগে তা হলো:

১. পার্সোনাল ফেসবুক আইডি

২. ফেসবুক পেইজ

৩. ফেসবুক গ্রুপ

৪. ফেসবুকের অ্যাড ম্যানেজার

৫. অ্যাড বাজেট

উপরিউক্ত জিনিসগুলো একদমই ফ্রি শুধু অ্যাড বাজেট বাদে। কেননা টাকা ছাড়া তো আর আপনি অ্যাড রান করতে পারবেন না তাই না?

কিন্তু এফ-কমার্স এ মার্কেটিং আপনি দুইভাবে করতে পারবেন। তা হলো:

১. অর্গানিক মার্কেটিং

২. পেইড মার্কেটিং

অর্গানিক মার্কেটিং বলতে বোঝায় ফ্রি ওয়েতে মার্কেটিং। এতে শুধুমাত্র ফেসবুক পেইজ, গ্রুপ এবং টাইমলাইনের মাধ্যমে মার্কেটিং করা হয়। এতে করে যত মানুষের কাছে রিচ করাতে পারবেন তত আপনার লাভ। কিন্তু এক্ষেত্রে সবসময় যে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌছাবে তা কিন্তু নয়। এটি একটি সমস্যা অর্গানিক মার্কেটিং এর। তবে অর্গানিক মার্কেটিং যে মানুষ করছে না তা কিন্তু নয়। বরং অনেক ব্যবসা শুধু অর্গানিক মার্কেটিং করেই চলছে।

আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। দেখুন আপনি যদি অর্গানিক এর উপর ডিপেন্ড হয়ে থাকেন তবে পরামর্শ দিবো এই ডিপেন্ড থেকে বের হয়ে আসতে। কেননা অর্গানিক ওয়েতে আপনি যে গ্রুপ বা পেইজে প্রোডাক্ট মার্কেটিং করছেন তার হয়তো সর্বোচ্চ ৫-৬% অডিয়েন্স আপনার পোস্ট দেখছে। এতে কি আপনার আদৌ কোনো লাভ হবে বলে মনে করেন? অবশ্যই না। আজ নাহোক কাল আপনার পেইড মার্কেটিং এর দিকে ঝুকতেই হবে।

তবে পেইডে গেলেও একটা পরামর্শ দিবো দয়া করে ৫/১০ ডলারের এড দিবেন না। কেননা ফেসবুকে ৫/১০ ডলারে এড দেয়া আর ফেসবুকের সাথে মজা নেয়া এক বিষয়।

একসময় এটা কাজ করতো। তবে এখন দিন বদলেছে। ফেসবুক আগের মতো নেই। অনেকেই অ্যাড দিচ্ছে। তাই অ্যাড অকশনে আগাতে চাইলে বাজেট বাড়াতেই হবে।

সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন অ্যাড বাজেট কমপক্ষে ৫০-১০০ ডলার রাখতে। কেননা আমি আপনাকে বলতে পারতাম ৫-১০ ডলার বাজেট রাখুন। কিন্তু এটা আসলে উপযুক্ত পরামর্শ না। আমার অভিজ্ঞতার আলোকে বলছি। ৫-১০ ডলার বিজ্ঞাপন দিয়ে সেল আশা করবেন না। কারণ আগেই বলেছি ৫/১০ ডলার ফেসবুকে বিজ্ঞাপন দেয়া আর ফেসবুকের সাথে মজা নেয়া সমান। আমার কিছু ক্লায়েন্টের কাছে আমি ১০০-২০০ ডলার তো টেষ্টিং বাজেট রাখি। তো আপনি বলুন ৫-১০ ডলারে কি টেস্ট করবো?

আর এফ-কমার্সে যদি আপনি নিজের প্রোডাক্ট তৈরি করে নেন তবে প্রোডাক্ট প্রাইসিং খুবই চিন্তাভাবনা করে করতে হবে। এক্ষেত্রে কম্পিটিটর রিসার্চ খুবই সূক্ষ্মভাবে করতে হবে। কেননা মানুষ যখন কোনো পণ্য কিনে তখন সে দশটা জায়গায় যাচাই- বাছাই করে তারপর কিনে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট প্রাইস যদি আপনার কম্পিটিটরদের থেকে খুবই বেশি হয় তখন কিন্তু কেউ কিনতে চাইবে না। তাই প্রাইসিং এর সময় খুবই ঠান্ডা মাথায় করতে হবে।

মূলত এফ-কমার্স বিজনেস করতে খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে তা নয়। তবে অ্যাড বাজেট আর হালকা কিছু প্রোডাক্ট মিলিয়ে আপনি যদি অন্ততপক্ষে ১০ হাজার টাকা বাজেট নিয়ে নামতে পারেন তবে আপনার জন্য উপযুক্ত। আপনি যদি এটাকে বেশি মনে করেন তবে ভাবুন একটি সরাসরি একটা দোকান নিলে ভাড়া, এডভান্স, সাজানো সব মিলিয়ে কত যেত? অথচ ফেসবুকে সব আপনি আগে থেকেই রেডি করা পাচ্ছেন।

👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!

👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!

অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇

01644994020 (WhatsApp Business Account)

ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com

#Fcommerce #ফেসবুক শপ #সামাজিক বাণিজ্য #ডিজিটাল মার্কেটিং #ইকমার্স #অনলাইনে কেনাকাটা #লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন #সামাজিক মিডিয়া মার্কেটিং #ব্যবসা বৃদ্ধি

Comments

Popular posts from this blog

How can I improve conversion rates with Meta ads? Improving conversion rates with Meta ads is essential for maximizing your ROI. Here's how to achieve better results: 1️⃣ Targeted Audience: Refine your audience targeting to reach the right people who are more likely to convert. Use custom audiences, lookalike audiences, and detailed demographics. 2️⃣ Compelling Ad Creatives: Create visually appealing and persuasive ad creatives that grab attention and clearly communicate the value proposition. Test different designs, messaging, and CTAs to optimize performance. 3️⃣ Clear Call-to-Action (CTA): Use a prominent and compelling CTA that encourages users to take the desired action, whether it's making a purchase, signing up, or contacting your business. 4️⃣ Landing Page Optimization: Ensure your landing pages are optimized for conversions. Keep them relevant to the ad content, user-friendly, and mobile-responsive. Test different layouts and elements to improve performance. 5️⃣ A/B Te...
Google Ads Campaign Set-up And management. Elevate your brand visibility and reach your target audience effectively with our Google Marketing solutions. Harnessing the power of Google's diverse platforms, including Google Ads, Google My Business, and more, we tailor a dynamic marketing strategy for your business. From compelling ad creation to strategic placement and data-driven optimization, we maximize your online impact. Let us drive results and enhance your digital presence through innovative Google Marketing techniques, connecting you with potential customers precisely when they are searching for your products or services Visit: Fiverr: https://www.fiverr.com/s/82XZjo Facebook: https://www.facebook.com/seospecialis Website: https://digitalmarketingexpert360.com LinkedIn: https://www.linkedin.com/in/emam-shifat-a17ba7235/ Contact Us On: Mail: info@digitalmarketingexpert360.com WhatsApp: +880 164 499 4020 #fb #fbreels #facebookreels #FacebookPage #FacebookReelsContest #facebookv...
How to provide better value to your customers? There is a saying in business that the customer is Lakshmi. It means your business is centered around your customers. You have to be able to digest the set even if your customer says something bad to you. Because if one person gives bad feedback about an organization to one person, it goes to ten others. And so it takes a long time to build a brand but it doesn't take 10 minutes to destroy it. So the focus should be on how to provide better value to the customer. One is discussed in more detail below: 1. Provide a good customer experience Try to give a good experience to someone who lands on your page, be it a buyer or just a visitor. Because if you show some doubt in your speech and behavior, the job is done. Because even if he doesn't buy, he will request others not to buy from here. But if he has a good experience with you, he will refer you to buy from you in the future even if he doesn't buy. 2. Provide real time support T...