এফ-কমার্স এবং ই-কমার্স এর জন্য ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
এক কথায় উত্তর দিলে ফেসবুক এর মত কম খরচে এ্যাড খুব কম জায়গায় ই দিতে পারবেন, প্রথম আলোর প্রথম পাতায় আমার জানামতে একটা বিজ্ঞাপন দিতে লাগে ১০ লাখ টাকা, এবার বাকিটা আপনি ভেবে দেখুন, আর বর্ণনামূলক উত্তর নিচে দিলাম-
বর্তমানে মার্কেটিং আর গতানুগতিক ধারায় নেই। অনলাইন বিজনেস সম্প্রসারণের পর থেকে অনলাইন কেন্দ্রিক মার্কেটিং জনপ্রিয় হয়ে উঠেছে। তেমনি ফেসবুক মার্কেটিং খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু ফেসবুকে থাকে আর তাই ফেসবুক মার্কেটিং খুবই অপরিহার্য একটি বিষয়ে পরিণত হয়ে গিয়েছে। আর এফ-কমার্স হোক কিংবা ই-কমার্স ফেসবুক মার্কেটিং সমানভাবে গুরুত্বপূর্ণ।
এফ-কমার্স বিজনেসের ক্ষেত্রে তো কথাই নেই। এফ-কমার্স বিজনেস যেহেতু আপনি করছেন ফেসবুকের মাধ্যমে তাই আপনাকে ফেসবুকে মার্কেটিং করতেই হবে। হ্যাঁ আপনি চাইলে অন্যান্য মাধ্যমে মার্কেটিং করতেই পারেন তবে মূল কথা হচ্ছে আপনার মেজর সাইট যেহেতু ফেসবুক তাই আপনাকে অবশ্যই ফেসবুকে মার্কেটিং করতেই হবে।
তবে ই-কমার্স করলেও যে আপনাকে ফেসবুক মার্কেটিং করতে হবে না তা কিন্তু নয়। কারণ হচ্ছে ই-কমার্সে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে থাকি। তো আপনি চাইলে সহজেই একটা পিক্সেল সেটাপ করতে পারেন। আর এটা দিয়ে আপনি পরবর্তীতে রিটার্গেটিং করতে পারেন। কোথায় রিটার্গেটিং করবেন? অবশ্যই যখন ফেসবুকে অ্যাড দিবেন তখন তো রিটার্গেটিং করবেন।
ফেসবুক মার্কেটিং খুব প্রয়োজনীয় একটি বিষয়। বর্তমান সময়ে এটা ছাড়া আপনার চলবে না। কেননা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফেসবুকে সময় কাটায়। আর আমাদের এই পুরো বইজুড়ে আমরা ফেসবুক মার্কেটিং নিয়েই কথা বলবো।
👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!
👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!
অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇
01644994020 (What's App Business Account)
ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads
#Fcommerce #ফেসবুকশপ #সামাজিকবাণিজ্য #ডিজিটালমার্কেটিং #ইকমার্স #অনলাইনেকেনাকাটা #লক্ষ্যযুক্তবিজ্ঞাপন #সামাজিকমিডিয়ামার্কেটিং #ব্যবসাবৃদ্ধি
Comments
Post a Comment