এফ-কমার্স বিজনেস কি এবং এটি শুরু করতে কি কি লাগে?
আপনারা ইতিমধ্যে যদি অনলাইন বিজনেস করতে সিদ্ধান্ত নিয়েছেন তো এফ-কমার্স নিয়েই বেশিরভাগ আগাবেন। কেননা বাংলাদেশের বেশিরভাগই তাদের বিজনেসকে এফ-কমার্স দিয়ে শুরু করে থাকেন। তো এফ-কমার্স নিয়ে কি আপনি বিস্তারিত জানেন? না জানলেও সমস্যা নেই এখানে আমরা আলোচনা করবো।
এফ-কমার্স কি?
এফ-কমার্স এর পূর্ণরূপ হচ্ছে ফেসবুক কমার্স। অর্থাৎ, আমরা যখন আমাদের কোনোপণ্য ফেসবুকের মাধ্যমে ক্রয়-বিক্রয় এর চেষ্টা করে থাকি তখন এটি এফ- কমার্স এর অন্তর্ভুক্ত হয়।
এফ-কমার্স কেন গুরুত্বপূর্ণ?
এফ-কমার্স নিয়ে তো অনেক আলোচনা হয়। কখনো কি ভেবে দেখেছেন এফ-কমার্স কেন এত গুরুত্বপূর্ণ? আসলে আমরা ফেসবুকে কেন আমাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেই? কারণ হচ্ছে ফেসবুকে অনেক ট্রাফিক থাকে আর এই ট্রাফিক অনেক সময় তারা ফেসবুকে অতিবাহিত করে থাকে। তাই এফ-কমার্স বিজনেস অন্য বিজনেস থেকে বেশি এফেক্টিভ। তাছাড়া আমাদের দেশের বেশিরভাগ মানুষ পণ্য বা সেবা অর্ডার করতে ওয়েবসাইটের থেকে ফেসবুকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আপনার যত ওয়েবসাইট থাকুক না কেন দেখবেন প্রোডাক্ট অর্ডার দেবার সময় ঠিকই আসবে পেইজের ইনবক্সে। তাই যাই করেন না কেন এফ-কমার্স আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।
এফ-কমার্স করতে কি কি লাগে?
এফ-কমার্স কমার্স ব্যবসার সবচেয়ে মজার বিষয় কি জানেন? এটি করতে আপনার তেমন একটা ইনভেস্টমেন্ট লাগে না। ই-কমার্সে যেমন অনেক ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হয় এখানে তার ব্যতিক্রম। কারণ একটা ই-কমার্সে অনেক খরচ লাগে যেমন: ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট তৈরির খরচ, ওয়েবসাইট SEO, প্রোডাক্ট আপলোড, সাইটের স্পিড অপটিমাইজেশন ইত্যাদি।
কিন্তু এফ-কমার্স এর জন্য এতকিছু লাগে না। এফ-কমার্স এর জন্য যা যা লাগে তা হলো:
১. পার্সোনাল ফেসবুক আইডি
২. ফেসবুক পেইজ
৩. ফেসবুক গ্রুপ
৪. ফেসবুকের অ্যাড ম্যানেজার
৫. অ্যাড বাজেট
উপরোক্ত জিনিসগুলো একদমই ফ্রি শুধু অ্যাড বাজেট বাদে। কেননা টাকা ছাড়া তো আর আপনি অ্যাড রান করতে পারবেন না তাই না?
তাই এই বিষয়গুলোর সাথে নিজের প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করে দিতে পারেন আপনার অনলাইন বিজনেস এফ-কমার্স নিয়ে।
এছাড়াও প্রোডাক্ট শো এর জন্য ওয়েবসাইট রাখলে আপলোড দেয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ঝক্কি ঝামেলায় পড়তে হয়। তবে এফ-কমার্স বিজনেস করতে চাইলে এখানে আপনার তেমন ঝামেলায় পড়তে হবে না। কারণ হচ্ছে এখানে ফেসবুকের শপ অপশন নামে একটি জায়গা আছে যেটি হচ্ছে ফেসবুকের দোকানের মতো। এখানে আপনি আপনার প্রোডাক্ট সাজিয়ে রাখতে পারেন।
আশা করি বুঝতেই পারছেন ফেসবুক আপনার জন্য কত সুযোগ সুবিধা নিয়ে বসে রয়েছে। আপনাকে শুধু টেকনিক করে আগাতে হবে। আপনি যদি উল্টা পথে চলেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার একটি প্রোপার মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার হবে।
👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং ইত্যাদি যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!
👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!
অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇
01644994020 (WhatsApp Business Account)
ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com
#Fcommerce #ফেসবুকশপ #সামাজিকবাণিজ্য #ডিজিটালমার্কেটিং #ইকমার্স #অনলাইনেকেনাকাটা #লক্ষ্যযুক্তবিজ্ঞাপন #সামাজিকমিডিয়ামার্কেটিং #ব্যবসাবৃদ্ধি
Comments
Post a Comment