Skip to main content

এফ-কমার্স টু ই-কমার্স জার্নি ।

যেহেতু এফ-কমার্স বিজনেস করতে ইনভেস্টমেন্ট কম লাগে তাই সবাই এটা দিয়েই ব্যবসা শুরু করে। এর চেয়েও বড় কথা বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা হলে ফেসবুকে ট্রাফিক বেশি থাকে তাই ফেসবুক কেন্দ্রিক ব্যবসা এইজন্য করে থাকে। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদি ব্যবসা করতে চান তবে আপনাকে এফ-কমার্সকে ই-কমার্সে নিয়ে যেতেই হবে। কেননা আপনার প্রোডাক্ট রিলেটেড ব্যবসা করেন বা সার্ভিস রিলেটেড আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট রাখতেই হবে বাধ্যতামূলকভাবে।


কেন ওয়েবসাইট এত জরুরি? আসলে ওয়েবসাইটের গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ প্রতিটা ব্র্যান্ডের একটি ওয়েবসাইট থাকে। আর এর চেয়েও বড় কথা হচ্ছে ওয়েবসাইট থাকলে আপনি অনেক এডভান্স কাজ করতে পারবেন যা আপনি ওয়েবসাইট ছাড়া করতে পারবেন না।


একটা ওয়েবসাইট থাকলে আপনি সহজেই এডভান্স টার্গেট করতে পারবেন। কিভাবে? পিক্সেল এবং ইভেন্ট সেটাপ করে। পিক্সেল এবং ইভেন্ট সেটাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কারা আপনার ওয়েবসাইটে আসছে এবং কারা কি এক্টিভিটি করছে। এতে করে কারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট তা নির্ধারণ করতে পারবেন। কেননা কে কি কেমন এক্টিভিটিস করছে তা জানলে সহজেই তাদের টার্গেট সম্ভব। কেননা রোগ বুঝলে তারপর ঔষধ দিবেন।


এফ-কমার্স থেকে ই-কমার্স জার্নি খুব কঠিন তা কিন্তু না। একটি ডোমেইন ও একটি ১ জিবি হোস্টিং নিতে সর্বসাকুল্যে ৩ হাজার টাকার মতো লাগবে। আর কাউকে দিয়ে বানিয়ে নিলে তার সার্ভিস চার্জ।

আগেই বলেছি এফ-কমার্স দিয়ে শুরু করার পর একটা ভালো অবস্থানে গেলে ওয়েবসাইট করার সিদ্ধান্ত নিবেন। আশা করি আপনি সেই সময় পার করে সিদ্ধান্ত নিবেন। কিন্তু যদি নাও পার করেন ব্যবসার উন্নতির জন্য কি ৫/১০ হাজার টাকা খুব বেশি? আমার তো মনে হয় না।


ব্যবসাকে এফ-কমার্স ও ই-কমার্স দুই মাধ্যমে চালালে যে উপকার পাবেন তাতে কিন্তু লাভবান আপনিই হবেন। দয়া করে ইনভেস্টমেন্ট করতে কার্পণ্য করবেন না। কেননা আজকের এই ছোট ইনভেস্টমেন্ট ভবিষ্যতে বড় কিছু এনে দিবে। ছোট বলছি কেননা বিজনেস করতে চাইলে ভবিষ্যতে আরো বড় বড় ইনভেস্টমেন্ট করতে হবে। সেই তুলনায় এটা ছোট বলাই শ্রেয়।


আর মোট কথা ওয়েবসাইট আপনার একটা এ্যাসেট, ফেসবুক যেকোন সময় আপনার সাথে পল্টি নিতে কার্পণ্য করবে না, কিন্তু ওয়েবসাইট একটা জমির মতো বা নিজের একটা ফ্ল্যাট, আপনি যদি জীবনে কখনো ভাড়া বাসায় থেকে থাকেন তাহলে কেনা ফ্ল্যাট আর ভাড়া বাসার পার্থক্য আশা করি আমাকে বুঝাতে হবে না।


👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!

👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!

অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇

01644994020 (WhatsApp Business Account)

ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads


#Fcommerce #ফেসবুক শপ #সামাজিক বাণিজ্য #ডিজিটাল মার্কেটিং #ইকমার্স #অনলাইনে কেনাকাটা #লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন #সামাজিক মিডিয়া মার্কেটিং #ব্যবসা বৃদ্ধি

Comments

Popular posts from this blog

Google Ads Campaign Set-up And management. Elevate your brand visibility and reach your target audience effectively with our Google Marketing solutions. Harnessing the power of Google's diverse platforms, including Google Ads, Google My Business, and more, we tailor a dynamic marketing strategy for your business. From compelling ad creation to strategic placement and data-driven optimization, we maximize your online impact. Let us drive results and enhance your digital presence through innovative Google Marketing techniques, connecting you with potential customers precisely when they are searching for your products or services Visit: Fiverr: https://www.fiverr.com/s/82XZjo Facebook: https://www.facebook.com/seospecialis Website: https://digitalmarketingexpert360.com LinkedIn: https://www.linkedin.com/in/emam-shifat-a17ba7235/ Contact Us On: Mail: info@digitalmarketingexpert360.com WhatsApp: +880 164 499 4020 #fb #fbreels #facebookreels #FacebookPage #FacebookReelsContest #facebookv...
  What Is Google Ads, How Does It Work? Have you ever wondered how businesses appear at the top of Google search results? The secret sauce is Google Ads. What is Google Ads? Google Ads is an online advertising platform where businesses can create and run ads to reach potential customers. It's a powerful tool to boost visibility and drive targeted traffic to your website. How to Work It, A Quick Guide: Set Your Goals: Define your advertising objectives – increasing website visits, generating leads, or driving sales. Keyword Research: Identify relevant keywords related to your business. These are the terms people might use when searching for products or services like yours. Create Compelling Ads: Craft engaging and relevant ad copy that grabs attention. Highlight unique selling points and include a strong call to action. Target Your Audience: Use Google Ads targeting options to reach specific demographics, locations, and interests, Tailor your ads for maximum impact. Budget Wisely: S...
  SEO Keyword Research. In the dynamic world of online visibility, strategic keyword research is your gateway to SEO success. As an SEO enthusiast, I specialize in uncovering the keywords that will propel your business to the top of search engine rankings. From high-volume gems to long-tail treasures, I meticulously analyze and identify the terms that resonate with your target audience. Why choose my keyword research services? ✅ Pinpoint Relevant Keywords for Your Niche ✅ Stay Ahead of Competitors with Trend Analysis ✅ Optimize Content for Maximum Search Engine Visibility ✅ Drive Organic Traffic and Boost Conversions Let's collaborate to elevate your digital presence and drive meaningful results, Feel free to message me, and let's start on a journey to SEO excellence. Visit: Fiverr: https://www.fiverr.com/s/82XZjo Facebook: https://www.facebook.com/seospecialis Website: https://digitalmarketingexpert360.com Contact Us On: Mail: info@digitalmarketingexpert360.com WhatsApp: +880 ...