এফ-কমার্স টু ই-কমার্স জার্নি ।
যেহেতু এফ-কমার্স বিজনেস করতে ইনভেস্টমেন্ট কম লাগে তাই সবাই এটা দিয়েই ব্যবসা শুরু করে। এর চেয়েও বড় কথা বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসা হলে ফেসবুকে ট্রাফিক বেশি থাকে তাই ফেসবুক কেন্দ্রিক ব্যবসা এইজন্য করে থাকে। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদি ব্যবসা করতে চান তবে আপনাকে এফ-কমার্সকে ই-কমার্সে নিয়ে যেতেই হবে। কেননা আপনার প্রোডাক্ট রিলেটেড ব্যবসা করেন বা সার্ভিস রিলেটেড আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট রাখতেই হবে বাধ্যতামূলকভাবে।
কেন ওয়েবসাইট এত জরুরি? আসলে ওয়েবসাইটের গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ প্রতিটা ব্র্যান্ডের একটি ওয়েবসাইট থাকে। আর এর চেয়েও বড় কথা হচ্ছে ওয়েবসাইট থাকলে আপনি অনেক এডভান্স কাজ করতে পারবেন যা আপনি ওয়েবসাইট ছাড়া করতে পারবেন না।
একটা ওয়েবসাইট থাকলে আপনি সহজেই এডভান্স টার্গেট করতে পারবেন। কিভাবে? পিক্সেল এবং ইভেন্ট সেটাপ করে। পিক্সেল এবং ইভেন্ট সেটাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কারা আপনার ওয়েবসাইটে আসছে এবং কারা কি এক্টিভিটি করছে। এতে করে কারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট তা নির্ধারণ করতে পারবেন। কেননা কে কি কেমন এক্টিভিটিস করছে তা জানলে সহজেই তাদের টার্গেট সম্ভব। কেননা রোগ বুঝলে তারপর ঔষধ দিবেন।
এফ-কমার্স থেকে ই-কমার্স জার্নি খুব কঠিন তা কিন্তু না। একটি ডোমেইন ও একটি ১ জিবি হোস্টিং নিতে সর্বসাকুল্যে ৩ হাজার টাকার মতো লাগবে। আর কাউকে দিয়ে বানিয়ে নিলে তার সার্ভিস চার্জ।
আগেই বলেছি এফ-কমার্স দিয়ে শুরু করার পর একটা ভালো অবস্থানে গেলে ওয়েবসাইট করার সিদ্ধান্ত নিবেন। আশা করি আপনি সেই সময় পার করে সিদ্ধান্ত নিবেন। কিন্তু যদি নাও পার করেন ব্যবসার উন্নতির জন্য কি ৫/১০ হাজার টাকা খুব বেশি? আমার তো মনে হয় না।
ব্যবসাকে এফ-কমার্স ও ই-কমার্স দুই মাধ্যমে চালালে যে উপকার পাবেন তাতে কিন্তু লাভবান আপনিই হবেন। দয়া করে ইনভেস্টমেন্ট করতে কার্পণ্য করবেন না। কেননা আজকের এই ছোট ইনভেস্টমেন্ট ভবিষ্যতে বড় কিছু এনে দিবে। ছোট বলছি কেননা বিজনেস করতে চাইলে ভবিষ্যতে আরো বড় বড় ইনভেস্টমেন্ট করতে হবে। সেই তুলনায় এটা ছোট বলাই শ্রেয়।
আর মোট কথা ওয়েবসাইট আপনার একটা এ্যাসেট, ফেসবুক যেকোন সময় আপনার সাথে পল্টি নিতে কার্পণ্য করবে না, কিন্তু ওয়েবসাইট একটা জমির মতো বা নিজের একটা ফ্ল্যাট, আপনি যদি জীবনে কখনো ভাড়া বাসায় থেকে থাকেন তাহলে কেনা ফ্ল্যাট আর ভাড়া বাসার পার্থক্য আশা করি আমাকে বুঝাতে হবে না।
👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!
👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!
অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇
01644994020 (WhatsApp Business Account)
ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads
#Fcommerce #ফেসবুক শপ #সামাজিক বাণিজ্য #ডিজিটাল মার্কেটিং #ইকমার্স #অনলাইনে কেনাকাটা #লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন #সামাজিক মিডিয়া মার্কেটিং #ব্যবসা বৃদ্ধি
Comments
Post a Comment