ফেসবুক মার্কেটিং এ টু জেড!
এফ-কমার্স এর গভীরে ঢুকতে শুরু করেছি আমরা ইতিমধ্যেই অনেক বিষয়াদি জেনেছি আমরা। এবার এফ-কমার্স করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটি সম্বন্ধে জানাবো। সেই জিনিসটি হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ এফ-কমার্স করবেন আর ফেসবুক মার্কেটিং জানবেন না তা হতে পারে না।
ফেসবুক মার্কেটিং কি?
আমরা ব্যবসায়ের প্রচার বা মার্কেটিং এর কাজ যখন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে করে থাকি তখন সেটিই হচ্ছে ফেসবুক মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
ফেসবুক মার্কেটিং বাংলাদেশের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশের মানুষ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ফেসবুক বেশি ব্যবহার করে।
একটা ছোট্ট পরিসংখ্যান দেখে নেয়া যাক বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭৯ লাখ, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ২২ লাখ ৭০ হাজার, লিঙ্কডিন ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ ৩৩ হাজার। অর্থাৎ, ব্যবসায়ের জন্য পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক কিংবা কাঙ্খিত ট্রাফিক ফেসবুক থেকেই পেতে পারেন। কেননা এই ফেসবুক থেকেই অনেকেই লাখ লাখ টাকার ব্যবসা করছে। তাই ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব বলে শেষ করা যাবে না।
ফেসবুক মার্কেটিং এর প্রকারভেদ:
ফেসবুকে আপনি দুইভাবে মার্কেটিং করতে পারেন। তা হলো:
১. অর্গানিক মার্কেটিং
২. পেইড মার্কেটিং.
১. অর্গানিক মার্কেটিং:
অর্গানিক মার্কেটিং মানে হচ্ছে ফ্রি মার্কেটিং। অর্থাৎ, আপনি কোনো টাকা খরচ না করে যেভাবে ফ্রিতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর মার্কেটিং করবেন তাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং আপনি যেভাবে করতে পারেন তা হলো: ফেসবুক গ্রুপ, পেইজ, বিভিন্ন পেইজের কমেন্ট, তারপর শেয়ারের মাধ্যমে। অর্গানিক মার্কেটিং বেশি কিছুক্ষেত্রে সফল হলেও বড় বড় মার্কেটাররা পেইড মার্কেটিং করার পর অর্গানিক মার্কেটিং করতে বলে
২. পেইড মার্কেটিং:
আপনি যখন টাকা দিয়ে মানুষের কাছে আপনার পণ্য বা সেবার প্রচার করছেন ফেসবুকে এটিকে বলা হয় পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং করতে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। এর জন্য আপনার অ্যাড ম্যানেজার থাকতে হবে। যা আপনার ইতিমধ্যেই রয়েছে। এটা আপনাকে ফেসবুক দিয়ে দিয়েছে। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে পেইড মার্কেটিং অনেক বেশি এফেক্টিভ। কেননা গন্ডির বাইরে গিয়ে আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারছেন। সচরাচর এটা ফেসবুক বুস্ট নামে বেশি পরিচিত, বুস্ট মার্কেটিং এর একটা অংশমাত্র!
👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি!
👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!
অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇
01644994020 (What's App Business Account)
ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads
#Fcommerce #ফেসবুকশপ #সামাজিকবাণিজ্য #ডিজিটালমার্কেটিং #ইকমার্স #অনলাইনেকেনাকাটা #লক্ষ্যযুক্তবিজ্ঞাপন #সামাজিকমিডিয়ামার্কেটিং #ব্যবসাবৃদ্ধি
Comments
Post a Comment