Skip to main content

Posts

Showing posts from June, 2024
ফেসবুক অ্যাড একাউন্ট ডিজেবল বিড়ম্বনা! অনেক সময় আমরা অ্যাড রান করতে করতে হঠাৎ করে দেখি যে অ্যাড একাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে। তখন কি হয়? মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। কেননা একটা অ্যাড একাউন্টে অনেক ডাটা থাকে তাই একটা অ্যাড একাউন্ট ডিজেবল হলে স্বাভাবিকভাবেই খারাপ লাগবে। কিন্তু এটা ডিজেবল কেন হয়?  চলুন এটা নিয়ে আলোচনা করি: ১. অ্যাড পলিসি ভঙ্গ করলে ফেসবুকের অ্যাড পলিসি রয়েছে। আর আমরা বেশিরভাগই অ্যাড পলিসি না পড়েই আমরা অ্যাড রান করতে থাকি। এর ফলে নিজের অজান্তেই বিভিন্ন পলিসি ব্রেক করে থাকি। আবার অনেকে আইল ডিঙ্গিয়ে ঘাস খেতে চায়। দেখতে চায় দেখি না কি হয়। এবং এটি করতে গিয়েই অনেকের একাউন্ট ডিজেবল হয়। ২. কুপন ব্যবহার করে অ্যাড দেয়া এখন কুপন ব্যবহার নেই বললেই চলে। তবে মানুষ কুপন ব্যবহার করে যখন অ্যাড দেয় তখন ফেসবুক এটা পছন্দ করে না। আর ফেসবুক বুঝতে পারলে সাথে সাথে আপনার অ্যাড একাউন্ট ডিজেবল করে দিবে। ৩. ল্যান্ডিং পেইজ নিয়ে স্প্যামিং করা ল্যান্ডিং পেইজ নিয়ে স্প্যামিং এটা নতুন নয়। যারা জানেন না এর মানে হচ্ছে যখন আপনি কোনো ল্যান্ডিং পেইজে ক্লিক করে যেই পেইজে যাবার কথা সেটায় না গিয়ে অন্য একটায় গেলে সেটাই
ফেসবুক অ্যাড অকশন কীভাবে কাজ করে, বিস্তারিত আলোচনা করা হলো: ফেসবুক অ্যাড অকশন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা ফেসবুক প্ল্যাটফর্মে তাদের বিজ্ঞাপনগুলি দেখানোর সুযোগ পান। এই প্রক্রিয়া কয়েকটি ধাপের মাধ্যমে কাজ করে: বিডিং: বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের জন্য বিড করেন। বিড মানে হলো আপনি কত টাকা খরচ করতে ইচ্ছুক একটি নির্দিষ্ট অ্যাকশন (যেমন ক্লিক, ইমপ্রেশন, বা কনভার্সন) এর জন্য। ফেসবুকে তিন ধরনের বিডিং স্ট্র্যাটেজি আছে: কস্ট পার ক্লিক (CPC), কস্ট পার ইমপ্রেশন (CPM), এবং কস্ট পার অ্যাকশন (CPA)। অডিয়েন্স টার্গেটিং: বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন কোন অডিয়েন্সের কাছে পৌঁছাবে তা নির্ধারণ করেন। এর মধ্যে বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ, এবং আচরণ অন্তর্ভুক্ত থাকে। ফেসবুকের শক্তিশালী অডিয়েন্স টার্গেটিং টুলের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট গ্রুপের কাছে তাদের বিজ্ঞাপন পৌঁছানোর সুযোগ পান। অ্যাড র‍্যাঙ্ক: ফেসবুক প্রতিটি বিজ্ঞাপনের জন্য একটি স্কোর নির্ধারণ করে, যাকে অ্যাড র‍্যাঙ্ক বলা হয়। এটি তিনটি ফ্যাক্টরের উপর ভিত্তি করে নির্ধারিত হয়: বিড: বিজ্ঞাপনদাতার বিডের পরিমাণ। এস্টিমেটেড অ্যাকশন রেট: বিজ্ঞা
Boost your online store products through Facebook get incredible Reach and Engagement on your online store and get more potential customers. Get the fastest and highest response to your social media marketing with us now. Contact: Facebook page: www.facebook.com/MarketIngredients Phone: +880 1644-994020 #fcommerce #facebookshop #socialcommerce #digitalmarketing #ecommerce #onlineshopping #targetedadvertising #socialmediamarketing #businessgrowth
ফেসবুক এড রিজেক্ট হওয়ার কারণ কয়টি এবং কি কি? মূলত ফেসবুকে অ্যাড বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ৫টি. ১. আজেবাজে ভাষা প্রয়োগ করা. ২. টার্গেটে ভুল করা. ৩. রিলেভেন্ট ছবি ব্যবহার করা. ৪. সঠিক শব্দ ব্যবহার করা. ৫. ল্যান্ডিং পেইজ নিয়ে স্পাম করা ইত্যাদি ইত্যাদি। ১. আজেবাজে ভাষা প্রয়োগ করা. অনেকে রয়েছে যারা কিনা এডের ভেতর কম্পিটিটারদের হিট করতে গিয়ে বিভিন্ন আজেবাজে বাসা প্রয়োগ করে. এর ফলে সে একটার রিজেক্ট করে দেয় ফেসবুক! আজ এ পর্যন্তই। বাকি চারটি ভুলের কারণ পরবর্তী পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে. ধন্যবাদ! 👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি! 👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন! অথবা কল করতে পারেন এই নাম্বারে:👇 01644994020 (What's App Business Account) ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads #Fcommerce #ফেসবুকশপ #সামাজিকবাণিজ্য #ডিজিটালমার্কেটিং #ইকমার্স #অনলাইনেকেনাকাটা #লক্ষ্যযুক্তবিজ্ঞাপন #সামাজিকমিডিয়ামার্কেটিং #ব্যবসাবৃদ্ধি #Facebookadsmistake #বিজ্ঞাপনপ্রত্যাখ্যান #adsreject
অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দেয়ার গুরুত্ব! আমরা সবাই জানি ফেসবুকে আমরা যে অ্যাড দিয়ে থাকি সেটা আমরা অ্যাড ম্যানেজার থেকে দিয়ে থাকি। তবে কেন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিয়ে থাকি? কেননা ফেসবুকে তো একটা বুষ্টিং অপশন রয়েছে। এটা দিয়েও তো অ্যাড দেয়ার যায়। তো কেন আমরা অ্যাড ম্যানেজারের উপর নির্ভর করে থাকি? আসলে আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছেন যে, বুষ্টিং আসলে প্রকৃত মার্কেটিং না। কেননা অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি অ্যাডভান্স লেভেলের টার্গেটিং করে মার্কেটিং করতে পারবেন। অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড দিলে আপনি অনেক ধরনের অপশন পাবেন। কিন্তু সেটা বুষ্টিং এ সেই অপশন পাবেন না। আর অ্যাড ম্যানেজারের থেকে অ্যাড দিলে ABO or Adset Budget Optimization, যেটা দিয়ে আমরা ভালোভাবে ইন্টারেস্ট টেস্ট করতে পারি কেননা দিন শেষে সিঙ্গেল ইন্টারেস্ট ভিত্তিক টার্গেটিং আমার কাছে অনেক পাওয়ারফুল মনে হয়েছে, এছাড়া সব অবজেক্টিভ যেটা বুস্টে নেই, A/B testing সহ আরো বিভিন্ন টার্গেটিং করতে পারবেন। যা আপনার বিজ্ঞাপনকে আরো সমৃদ্ধ করতে পারে। 👉আমরা ফেসবুক পেইড এবং ফ্রি মার্কেটিং যাবতীয় সার্ভিস দিয়ে থাকি! 👉ফেসবুক ফ্রি এন্ড পেইড মার্কেটি
ফেসবুক অ্যাডের এ্যালগরিদম কিভাবে কাজ করে! ফেসবুকের যেমন একটা এলগারিদম রয়েছে তেমনি ফেসবুক অ্যাডের একটি এলগারিদম রয়েছে। এই অনুযায়ী ফেসবুক কাজ করে থাকে। তো ফেসবুকে অ্যাড দিবেন আর ফেসবুকের অ্যাডের এলগারিদম কিভাবে কাজ করে তা জানবেন না এটা তো হতে পারে না। তো চলুন এটা নিয়ে কাজ করা যাক: প্রথমত ফেসবুকে আপনি একাই অ্যাড দিচ্ছেন না আরো অনেকেই অ্যাড দিচ্ছেন। বর্তমান সময়টা এমন হয়ে দাড়িয়েছে যে আপনি একটা ইউনিক কিছু নিয়ে অ্যাড দিলেও কিছুদিন পর এটা নিয়েও সবাই অ্যাড দেয়ার শুরু করে দেয়। সেক্ষেত্রে ফেসবুক এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে জানেন? ফেসবুক এদেরকে বিডিং করিয়ে দিয়েছে। মানে নিলামে তুলে দেয়। ফেসবুক এদেরকে একে অপরের সাথে পাল্লা দিতে বলে। প্রথমত বাজেট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার বাজেট বেশি স্বাভাবিকভাবেই ফেসবুক তাকে একটু বেশিই প্রয়োরোটি দিবে। তবে বাজেট এখানে সব না। কেননা শুধু বাজেট দিয়ে বাজিমাত করবেন আর যারা অ্যাড দেখছে তাদের কর্মকার বিবেচনায় আসবে না তা তো হতে পারে না। কেননা অনেকেই বিভিন্ন অ্যাড পছন্দ করে না। তারা Hide Ad, Report অফ এছাড়াও বিভিন্ন রিএকশন, কমেন্ট করে। এছাড়াও রয়েছে অ্যাড কপি আর অ