ফেসবুক অ্যাড একাউন্ট ডিজেবল বিড়ম্বনা!
অনেক সময় আমরা অ্যাড রান করতে করতে হঠাৎ করে দেখি যে অ্যাড একাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে। তখন কি হয়? মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। কেননা একটা অ্যাড একাউন্টে অনেক ডাটা থাকে তাই একটা অ্যাড একাউন্ট ডিজেবল হলে স্বাভাবিকভাবেই খারাপ লাগবে। কিন্তু এটা ডিজেবল কেন হয়?
চলুন এটা নিয়ে আলোচনা করি:
১. অ্যাড পলিসি ভঙ্গ করলে
ফেসবুকের অ্যাড পলিসি রয়েছে। আর আমরা বেশিরভাগই অ্যাড পলিসি না পড়েই আমরা অ্যাড রান করতে থাকি। এর ফলে নিজের অজান্তেই বিভিন্ন পলিসি ব্রেক করে থাকি। আবার অনেকে আইল ডিঙ্গিয়ে ঘাস খেতে চায়। দেখতে চায় দেখি না কি হয়। এবং এটি করতে গিয়েই অনেকের একাউন্ট ডিজেবল হয়।
২. কুপন ব্যবহার করে অ্যাড দেয়া
এখন কুপন ব্যবহার নেই বললেই চলে। তবে মানুষ কুপন ব্যবহার করে যখন অ্যাড দেয় তখন ফেসবুক এটা পছন্দ করে না। আর ফেসবুক বুঝতে পারলে সাথে সাথে আপনার অ্যাড একাউন্ট ডিজেবল করে দিবে।
৩. ল্যান্ডিং পেইজ নিয়ে স্প্যামিং করা
ল্যান্ডিং পেইজ নিয়ে স্প্যামিং এটা নতুন নয়। যারা জানেন না এর মানে হচ্ছে যখন আপনি কোনো ল্যান্ডিং পেইজে ক্লিক করে যেই পেইজে যাবার কথা সেটায় না গিয়ে অন্য একটায় গেলে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেইজ নিয়ে স্প্যামিং। আর এটা যদি বারবার হয় তবে ফেসবুক আপনাকে দিবে ডিজেবল করে।
৪. পেইজের কোয়ালিটি খারাপ হওয়া
পেইজের কোয়ালিটি খারাপ হলে এটা আপনার অ্যাড একাউন্টের উপরেও প্রভাব পরে। আপনি আপনার পেইজের বাম দিকে Page Quality তে ক্লিক করলে দেখতে পারবেন এর কোয়ালিটি কেমন। এটা যদি খারাপ হয় কিভাবে ভালো হবে তা নিয়ে কাজ করা। যদি এটা খারাপ হয় তবে আপনার অ্যাড একাউন্ট ডিজেবল হতে পারে।
👉আমরা সারা বিশ্বে/বাংলাদেশে ফেসবুক অ্যাড সার্ভিস দিয়ে থাকি!
👉ফেসবুক পেইড মার্কেটিং সার্ভিস নিতে আমাদের ইনবক্স করুন!
অথবা বিস্তারিত জানতে কল করুন এই নাম্বারে:👇
01644994020 (What's App Business Account)
ওয়েবসাইট: https://digitalmarketingexpert360.com/fb-ig-ads
#ফেসবুকঅ্যাডসঅ্যাকাউন্ট #অ্যাকাউন্টডিজেবল #বিজ্ঞাপনবিরোধ #ডিজিটালমার্কেটিং
#ফেসবুকনীতি #বিজ্ঞাপনসমস্যা #ফেসবুকসাপোর্ট #বিজ্ঞাপনআবেদন #অনলাইনবিজ্ঞান
#ফেসবুকবিজ্ঞাপন
Comments
Post a Comment